DURS Member Recruitment Result-2018

আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ রোববার, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (ডিইউআরএস) এর সদস্য আহ্বান-২০১৮ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ১ হাজার সদস্যপদ প্রার্থী থেকে সাক্ষাৎকারের পর ৬৩১ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের আগামী ১৫ মে মঙ্গলবার থেকে ২০ মে রবিবার এর মধ্যে সদস্যপদ নিশ্চিত করতে হবে |

#সদস্যপদ চূড়ান্ত করতে যা সঙ্গে আনতে হবে-
১। মেম্বারশিপ ফি : ৩০০টাকা
২। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পেইন স্লিপের ফটোকপি-১ কপি (যারা আগে জমা দেননি)
৩। এক কপি পাসপোর্ট সাইজের ছবি (যারা আগে জমা দেননি)।

উল্লিখিত দিনগুলোর সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে টিএসসির মাইম অ্যাকশনের রুমে এসে সদস্যপদ নিশ্চিত করতে পারবেন |

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদে সবাইকে অগ্রীম শুভেচ্ছা।

DURS রিসার্চ টিম ভিত্তিক ফলাফল –

1. Anthropology & Archeology –

2. Art & Culture –

3. BIO SCIENCE –

4. Business, Trade & Tourism –

5. Earth & Environment –

6. Economics –

7. EDUCATION –

8. Eng & Tech –

9. Ethics & Religion –

10. Food & Nutrition –

11. Gender & Development –

12. Global Branding –

13. Health & Social Works –

14. History & Civilization –

15. ICT –

16. Media & Communication –

17. Politics, Law & Legal System –

18. SCIENCE –

19. Social Science –

20. War, Peace & Humanity –

জরুরি প্রয়োজনে-
০১৫১৭১০৯৫০৭
০১৮১৪২১৬৮০২

Dhaka University Research Society (DURS)
website: www.dursbd.com
E-mail: duresearch16@gmail.com

Scroll to Top