সদস্যপ্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২১ মার্চ ২০২২ থেকে শুরু

সবাইকে শুভেচ্ছা!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্যপ্রার্থীদের সাক্ষাতকার আগামী ২১ মার্চ ২০২২ থেকে শুরু হতে যাচ্ছে।

টিএসসির দ্বিতীয় তলায় শহিদ মুনির চৌধুরী অডিটোরিয়ামে ২১, ২৩, ২৪, ২৭ এবং ২৮ মার্চ প্রতিদিন সকাল ৮.৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষাতকার চলবে।

প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি অথবা পে-ইন-স্লিপের ফটোকপি এবং গবেষণা সংসদের সংগৃহীত ফরমের অংশ (এডমিট কার্ড) সাথে করে নিয়ে আসবেন।

বি: দ্র: ইত:পূর্বে যারা ফরম সংগ্রহ করে জমা দিতে পারেননি, সবাই নিজ নিজ ফরম সাথে করে ভাইভার দিনগুলোতে চলে আসবেন। আপনাদের প্রতিক্ষায় গবেষণা সংসদের তরুণ গবেষকরা। অগ্রিম স্বাগতম।

ধন্যবাদান্তে, DURS Team

প্রয়োজনে যোগাযোগ করুন-

duresearch16@gmail.com
Phone-01300684916

Scroll to Top