‘বিনির্মাণ’ সুবর্ণজয়ন্তী সংখ্যায় লেখা আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নিয়মিত গবেষণা ভিত্তিক সাময়িকী ‘বিনির্মাণ’! তরুণ গবেষক ও শিক্ষার্থীদের লেখালেখি চর্চা ও চিন্তাশীল পাঠক সৃষ্টির তাড়না থেকে তথ্যপূর্ণ, বাস্তবায়নযোগ্য, সুচিন্তিত লেখা নিয়ে এ সাময়িকী প্রকাশ করা হয়।

দ্বিতীয়বারের মতো গবেষণা সংসদ তাদের কাঙ্ক্ষিত সাময়িকী প্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে কেন্দ্র করে প্রকাশিত হবে এবারের বিনিমার্ণের বিশেষ সংখ্যা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থী, এমফিল, পিএইচডি গবেষক, তরুণ শিক্ষক দেশ-বিদেশে অবস্থানরত যে কেউ এখানে লেখা পাঠাতে পারবেন। বিশেষ করে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের লেখা প্রাধান্য পাবে। যাচাই-বাছাই এবং বিষয়ভিত্তিক বিবেচনার পর লেখাগুলো প্রকাশের জন্য নির্বাচন করা হবে।

লেখা পাঠানোর ঠিকানাঃ binirmandurs@gmail.com
লেখা পাঠানোর শেষ সময়ঃ ১৫ জুন ২০২১ পর্যন্ত

লেখার বিষয়বস্তু

  • ১. শিক্ষা-গবেষণা
  • ২. শিল্প-সাহিত্য-সংস্কৃতি
  • ৩. বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি
  • ৪. সমাজ-অর্থনীতি
  • ৫. সভ্যতা-ইতিহাস
  • ৬. আইন-রাজনীতি
  • ৭. ধর্ম-দর্শন-মানবতা
  • ৮. বিশ্ব-পরিবেশ
  • ৯. স্বাস্থ্য-চিকিৎসা
  • ১০. নারী-উন্নয়ন
  • ১১. যোগাযোগ-গণমাধ্যম
  • ১২. ব্যবসা-বাণিজ্য
  • ১৩. ভ্রমণ-অন্বেষণ
  • ১৪. তারুণ্য-নেতৃত্ব-সংগঠন
  • ১৫. মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু
  • ১৬. শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ১৭. কোভিড-১৯
  • ১৮. বিশেষ ব্যক্তিবর্গের সাক্ষাতকার
  • ১৯. অন্যান্য

লক্ষণীয় বিষয়

১। লেখা হবে অনুর্ধ্ব ১৫শ শব্দের
২। লেখার ভাষা হবে বাংলা
৩। কম্পিউটার কম্পোজ করে ওয়ার্ড/ডক ফাইলে পাঠাতে হবে
৪। বানানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে
৫। লেখার প্রকৃত তথ্যসূত্র প্রদান করতে হবে
৬। একই লেখায় একাধিক লেখক থাকলে প্রত্যেকের নাম ও পরিচয় পৃথকভাবে প্রদান করতে হবে
৭। চৌর্যবৃত্তিক লেখা সম্পূর্ণ পরিহার করতে হবে,
৮। তথ্যসূত্র হিসেবে উইকিপিডিয়া বা শুধু গুগল-ইন্টারনেট গ্রহণযোগ্য হবে না।
উপরিউক্ত শর্তাবলী মেনে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের নিম্নের ঠিকানায়।

Scroll to Top