প্রথমবারের তো আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা কর্মশালা ও সেমিনারে অংশ নিতে ভারতে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২২ জন তরুণ গবেষক।
৩-১১ আগস্ট ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, তুরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ৯ দিনব্যাপী কর্মশালা ও সেমিনার। আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ।
৯ দিনের গবেষণা অনুষ্ঠানে প্রথম ৭ দিন হবে গবেষণার মৌলিক বিষয় নিয়ে কর্মশালা এবং ২ দিন হবে আন্তর্জাতিক সেমিনার। এতে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের নবীন-প্রবীন অসংখ্য গবেষক ও স্কলার।
এই আয়োজনে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের প্রথম প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যাল গবেষণা সংসদ।
প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সেমিনারের এই যাত্রায় তত্ত্বাবধায়ক হিসেবে আছেন সংগঠনটির অন্যতম ছাত্র পরামর্শক মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, এটি একটি ব্যতিক্রমী যাত্রা। তরুণদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে দারুণ সহযোগিতা করবে এই অনুষ্ঠান। গবেষণা সংসদ তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করতে যে উদ্যোগ নিয়েছে সেগুলোকে আরো বেশি বেগবান করবে আন্তর্জাতিক এই সেমিনারে অংশগ্রহণ।
আয়োজনে অংশ গ্রহণ নিয়ে গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অন্যতম একটি লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তরুণ গবেষকদের গবেষণা কাজে সম্পৃক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা সমৃদ্ধ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত করানো। সে লক্ষ্যের প্রথম পদক্ষেপ এটি। এভাবে শুরু হলো গবেষণা সংসদের আন্তর্জাতিক পর্যায়ে পদচারণা। আশা করি এই কয়দিন চলার পথে যোগ হবে অনেক নতুন অভিজ্ঞতা। তরুণদের জন্য উন্মোচন হবে গবেষণার নতুন নতুন দ্বার।
গবেষক দলে রয়েছেন মোঃ মনজুরুল করিম রিয়েল, ইসতিয়াক আহমেদ হৃদয়, জান্নাতুল অর্পি, মোহাম্মদ মাহবুবুল হক মেহেদী, মনজুর কিবরিয়া ভূঁইয়া, আব্দুল্লাহ আল নোমান, আশিকুর রহমান শারপি, মোঃ ইউনুছু, সাবিতা বিনতে আজাদ, প্রশান্ত কুমার, আমিয়া সাড়া খান, শাহরীন ফারাহ খান, জান্নাতুল আনজুম আর্পি, খাদিজা তাহেরা তরী, তানজিন আহসান, তাহসিন সুলতানা দিনা, অনন্যা শর্মা প্রমা, ফয়জুল্লাহ, মুহাঃ জাকির হোসাইন, নাইমা ইসলাম অন্তরা এবং মোহাম্মদ রেজাউল করিম