Member Recruitment Result-2019

আন্তরিক শুভেচ্ছা সবাইকে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০১৯ সালের সদস্য প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রায় দেড় হাজার সদস্য প্রার্থীদের টানা কয়েকদিনের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত উত্তীর্ণদের গবেষণা সংসদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। সবাইকে দ্রুততার সঙ্গে রেজিস্ট্রেশনের মাধ্যমে সদস্যপদ নিশ্চিত করে গবেষণা সংসদের গর্বিত সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

সদস্যপদ নিশ্চিত করার সময়সীমাঃ ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল, ২০১৯।
রেজিস্ট্রেশন ফিঃ ৩০০/-

সদস্য ফরমের সিরিয়াল নাম্বার অনুযায়ী নিজ নিজ ফলাফল দেখে নিন-

Result-2019(Form No Wise)

প্রয়োজনে যোগাযোগঃ
01517109507
01814216803

Scroll to Top