DURS Idea Contest-2019’

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ২০১৯ সালের নবীন বরণ উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ‘আইডিয়া কন্টেস্ট-২০১৯’।

আগামী ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই কন্টেস্টে অংশ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রী।

দৈনন্দিন জীবনের যেকোনো ব্যক্তিগত ও সামাজিক সমস্যা সমাধানের উপায় সম্বলিত -নিজ নিজ আইডিয়া সাবমিট করতে হবে।

গবেষণা সংসদের মডারেটর, সুপারভাইজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক, দেশ-বিদেশের বরেণ্য গবেষকবৃন্দ উপস্থিত থেকে আয়োজনে নির্দেশনা দিবেন ও সমৃদ্ধ করবেন।

নিয়মাবলিঃ

১। ঢাকা বিশ্ববিদ্যালয় এ বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে।

২। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নতুন ও পুরাতন সকল নিবন্ধিত সদস্য এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে।

৩। আইডিয়া ব্যক্তিগত ও দলীয় দুই ক্যাটাগরিতে সাবমিট করা যাবে৷ দলীয় আইডিয়ার ক্ষেত্রে ২-৩ জন সদস্য নিয়ে গঠিত টিম থাকতে হবে।

৪। আইডিয়া মৌলিক হতে হবে৷ কোনো রকমের নকলকৃত আইডিয়া গ্রহণযোগ্য হবে না।

৫। আইডিয়া হতে হবে ৩০০-৬০০ শব্দের মধ্যে।

৬। বাংলা এবং ইংরেজি যেকোনো ভাষায় আইডিয়া সাবমিট করা যাবে।

৭। কিছু বাছাইকৃত আইডিয়া ২৪ এপ্রিল ২০১৯ অডিটোরিয়ামে সরাসরি উপস্থাপন করতে হবে।

৮। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করে এমন আইডিয়া প্রাধান্য পাবে।

৯। আইডিয়া টি পাওয়ার পয়েন্ট স্লাইড এবং একটি লিখিত ডকুমেন্ট আকারে পাঠাতে হবে।

১০। আইডিয়ার সঙ্গে অবশ্যই নিজের ও টিমের নাম, পরিচয়, এবং ছবি সংযুক্ত করতে হবে৷

আইডিয়া কনটেস্ট পদ্ধতি:
এই প্রতিযোগিতাটি দুটি অংশে বিভক্ত- প্রাথমিক নির্বাচন এবং চূড়ান্ত নির্বাচন। প্রস্তাবনাগুলোর গুরুত্ব এবং লেখার মানের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে প্রস্তাবিত কয়েকটি প্রস্তাবনা নির্বাচন করা হবে। যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন, যথা সময়ে তাদেরকে জানানো হবে। তারপর নির্বাচিত অংশগ্রহণকারীরা টি এস সি মিলনায়তনে বিচারকদের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে নির্বাচিত অংশগ্রহণকারীদের 200 টাকা নিবন্ধন ফি দিতে হবে।
শুধুমাত্র চূড়ান্তভাবে নির্বাচিতদের পুরস্কৃত এবং পাশাপাশি প্রত্যয়িত করা হবে এবং গুরুত্বপূর্ণ আইডিয়াগুলো দেশের যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে বাস্তবায়নের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে৷

(বি.দ্র. প্রোপোজাল জমা দেওয়ার জন্য কোন নিবন্ধন ফি লাগবে না। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি দিতে হবে।)

আইডিয়া সাবমিশনের সময়সীমাঃ
২০ এপ্রিল, ২০১৯ রাত ৮ টার মধ্যে আইডিয়া সাবমিট করতে হবে।

আইডিয়া পাঠানোর ঠিকানা
duresearch16@gmail.com


Dhaka University Research Society (DURS) is going to host an Idea Contest heading the Freshers’ Reception of 2019 on 24th April. All the members (including DURS members of 2019) as well as all the current students of Dhaka University are eligible to participate in this contest. Selected ideas will receive prestigious rewards. They will also get a platform to present the ideas in front of the faculty members of University of Dhaka and researchers from world class research organizations and eager minds of tomorrow as well. A couple of selected participants will get the chance of presenting a power point presentation on their ideas in front of judges and audience.

Requirements:
1. Participant must be a current student of Dhaka University.

2. Participant can submit his/her idea individually or in a team. (In case of team submission, each team must consist of 2- 3 members).

3. Each idea will consist not less than 300 and not more than 600 words. (Word limit: 300-600).

Preferences:
1. Ideas should be focused on real life problems and issues that an individual faces in his/her personal and social life.

2. Copied ideas will be immediately eliminated.

3. Original idea for solving one or more emerging real life problems using scholarly approach will get preference.

4. Ideas covering the 17 goals of SDGs will get preference.

Idea Contest Procedure:
This contest is divided into two parts- Primary selection and Final selection. A small number of proposals will be selected primarily based both on the gravity of ideas and writing quality. Those who have been selected primarily will be informed. And then only the selected participants will get this opportunity to present their ideas in front of the judges at TSC auditorium. The primarily selected participants need to pay the registration fee of BDT 200.
Only the finally selected participants will be rewarded and certified as well.
(N.B: No registration fee is applicable for the submission of ideas. Only the primarily selected participants need to pay the registration fee.)

Deadline: 20 April, 2019 (Saturday) by 8:00 pm.

Submission Type: Document (Word File) and Power Point Presentation file.

Means of Idea Submission: You need to submit your document at this email address:
duresearch16@gmail.com

Thank you.

Dhaka University Research Society (DURS)

01517109507
01743577031

Scroll to Top