আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আগামীকাল ১১ মে এমফিল এবং পিএইচডি গবেষকদের সঙ্গে DURS এর সৌজন্য সাক্ষাৎ হবে। এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো সাক্ষাৎকার দেননি তারাও আগামীকাল অংশ নিতে পারবেন। অনলাইনে যারা সদস্য ফরম পূরণ করেছেন তাদের সাক্ষাৎকারও আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকালই সাক্ষাৎকারের সমাপনি দিন। এরপর আর কারো সাক্ষাৎকার দেয়ার সুযোগ থাকবে না।
সাক্ষাৎকারের সময়: সকাল ৯.৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। দুপুর ১২.৩০-২.১০টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
ভেন্যু: ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এর রুম, দ্বিতীয় তলা, টিএসসি।
প্রার্থীদের নির্দিষ্ট সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।
শুভেচ্ছান্তে:
ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
প্রয়োজনে যোগাযোগ ০১৮১৪২১৬৮০২/০১৫১৭১০৯৫০৭
E-mail: duresearch16@gmail.com
Website: https://dursbd.com/