স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় ফেলোশিপ প্রদান বিষয়ে জরুরি ঘোষণা

আগ্রহীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্লিং, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে স্নাতক গবেষণায় ফেলোশিপ প্রদানের জন্য রিসার্চ প্রপোজাল জমা নেয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগ্রহীরা আগামী ১০ জুলাই , ২০১৮ এর মধ্যে ব্যক্তিগত কিংবা গ্রুপভিত্তিক রিসার্চ প্রপোজাল জমা দিতে পারবেন। এছাড়া গবেষণা সংসদের বিভিন্ন টিমের চলমান গবেষণার প্রপোজালগুলোও নিচের শর্ত পূরণ সাপেক্ষে জমা দেয়া যাবে।

গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপ-২০১৮’ প্রদানের উদ্যোগ নিয়েছে। সংগঠন দুটির সমন্বিত উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এই কর্মসূচি শুরু হলো। প্রাথমিক পযায়ে প্রতি প্রস্তাবনায় ৭ হাজার করে মোট ৪টি ফেলোশিপ প্রদান করা হবে। স্নাতক ছাত্রছাত্রীদের প্রাথমিক গবেষণা প্রস্তাবনা থেকে যাচাই-বাছাই করে এই ফেলোশিপ প্রদান করা হবে।

প্রথমবারের মতো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ছাত্রছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সদস্যদের কাছ থেকে এই প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। এডুকেশন, হেলথ, জেন্ডার স্টাডিজ, পলিটিকস, ল, ইথিকস-রিলিজওন, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোসাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, মিডিয়া, বিজনেস, ট্রেড অ্যান্ড ট্যুরিজম, বায়োলজিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ের উপর ব্যক্তিগত বা গ্রুপভিত্তিক প্রস্তাবনা জমা দেয়া যাবে।

৩ পৃষ্ঠার গবেষণা প্রস্তাবনার সঙ্গে আবেদনপত্র, প্রার্থীর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের রিসার্চ টিমের সুপারভাইজারের সমর্থনপত্র একত্রে করে ১০ জুলাই, ২০১৮ তারিখের মধ্যে sakil.malik@gmail.com এবং cc করে duresearch16@gmail.com তে জমা দিতে হবে। আবেদনপত্রের শিরোনামে অবশ্যই ‘First Undergraduate Research Fellowship-2018’ লিখতে হবে এবং নিজের ডিপার্টমেন্ট ও সংগঠনের নাম উল্লেখ করতে হবে।

জমাকৃত প্রস্তাবনাগুলো থেকে যাচাই-বাছাই করে এবং প্রার্থীদের একটি সংক্ষিপ্ত সাক্ষাতকারের পর চূড়ান্ত প্রস্তাবনা চারটিকে এই ফেলোশিপ প্রদান করা হবে।

অর্থ প্রদান ছাড়াও ফেলোশিপ প্রাপ্তদের ঢাকা শহরের বিভিন্ন আর্কাইভ, লাইব্রেরি থেকে গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহে সহযোগিতা প্রদান, বিশেষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতকারের সঙ্গে সহযোগিতা প্রদান করা হবে।

ফেলোশিপ সংক্রান্ত যেকোন বিষয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্রের সহ-প্রতিষ্ঠাতা শাকিল মালিক (sakil.malik@gmail.com) অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক (sadeqdurs@gmail.com) এর সঙ্গে।

বিজ্ঞপ্তিটি নিচে সংযুক্ত করা হলো: Global Center for Innovation and Learning (GCFIL), USA and Dhaka University Research Society (DURS)

‘First Undergraduate Research Fellowship-2018’

GCFIL USA & DURS Bangladesh invites research proposals for Interdisciplinary research from undergraduate researchers of University of Dhaka. Relevant disciplines are Education, Health, Gender Studies, Politics-law, Ethics & Religion, Environmental Science, Social Sciences, Medical Sciences, Media, Business & Trade, and Tourism. Each Fellowships is worth up to BDT 7,000 to supports Undergraduate researchers (up to 4 Fellowship). It can be individual or Group Proposal.

Eligibility: Applicants must meet the following eligibility requirements:
1. The applicant must be enrolled in Undergraduate Program of University of Dhaka.
2. The applicant must be Member of Dhaka University Research Society (DURS)
3. If the applicant or applicants already started the research project, will have preference. Submission of Applications: Interested students are requested to submit applications, including a short research proposal (maximum 3 pages in English/Bangla), Copy of National ID and DU ID, a letter of support from supervisor of Dhaka University Research Society(DURS) all documents stated under Submission Requirements in the circular, through email at sakil.malik@gmail.com and cc’ at duresearch16@gmail.com. The subject line must be “First Undergraduate Research Fellowship-2018” and the name of the applicant’s department and Organization.

Application Deadline-May 10 July, 2018. Final Awards will be given by July 26, 2018.

The research should focus on critical issues related to your field recommend possible solutions for the future.

For any clarification please contact- Sakil Malik Co-Founder Global Center for Innovation and Learning (GCFIL), USA E-mail: sakil.malik@gmail.com or Saifullah Sadeq Founder President Dhaka University Research Society (DURS) sadeqdurs@gmail.com

Scroll to Top