নজরুল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের তিন মাস ব্যাপী গবেষণা কর্মশালার সনদ বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ তার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালা সেমিনার, রিসার্চ আড্ডা সহ নানা রকম কার্যক্রম আয়োজনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল, ২০২৩, বুধবার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কর্তৃক আয়োজিত তিন মাস ব্যাপী কর্মশালা “The Basics of Research” এর সনদ প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। প্রধান অতিথির বক্তবে উপাচার্য বলেন, ‘শিক্ষা, গবেষণা ও উন্নয়ন’ এই তিনটি বিষয়কে লক্ষ্য করে আমরা কাজ করে যাচ্ছি। গবেষণা সংসদের এই তিন মাস ব্যাপী কর্মশালাটি নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তিনি এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উৎসাহ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষণা সংসদের সম্মানিত মডারেটর ড. শেখ মেহেদী হাসান ও উপদেষ্টাবৃন্দ।

তিন মাস ব্যাপী কর্মশালাটিতে ৬টি সিরিজে মোট ২২টি সেশন পরিচালনা করেছেন ১৪ জন প্রশিক্ষক। গবেষণার প্রাথমিক ধারণা বিষয়ক ১ম সিরিজ পরিচালনা করেছেন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার (বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ)।

গবেষণা পদ্ধতি নিয়ে ২য় সিরিজটি পরিচালনা করেছেন অধ্যাপক ড. এএইচএম কামাল (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), অধ্যাপক ড. শাহাবুদ্দিন বাদল (বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং পরিচালক, আইকিউএসি), জুয়েল কুমার রায় (কমনওয়েলথ স্কলার, সহকারী অধ্যাপক, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ), মোঃ তানজিল হোসেন (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ)।

৩য় সিরিজ ‘তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ’ পরিচালনা করেছেন অধ্যাপক ড. মোল্লা আমিনুল ইসলাম (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ) এবং মোঃ মাসুদুর রহমান (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ)।

গবেষণা প্রস্তাবনা বিষয়ক ৪র্থ সিরিজ পরিচালনা করেছেন অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস (বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার (বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ)।

গবেষণায় ডাটা বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার প্রশিক্ষণের জন্য আয়োজিত হয়েছে ৫ম সিরিজটি। যেখানে ডাটা বিশ্লেষণ সফটওয়্যার ‘মেটল্যাব’ এর উপর সেশন পরিচালনা করেছেন অধ্যাপক ড. শেখ সুজন আলী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), এসপিএসএস এর সেশন পরিচালনা করেছেন অধ্যাপক ড. রাজু আহমেদ (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ), মাইক্রোসফট অফিস ও রেফারেন্সিং টুলস নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন সবুজ চন্দ্র ভৌমিক, এসিএমএ (কমনওয়েলথ স্কলার, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ) এবং পাইথন এর উপর প্রশিক্ষণ দিয়েছেন মোস্তফা শামিন ইয়াসার (সফটওয়্যার প্রকৌশলী, বিজেআইটি গ্রুপ ও প্রাক্তন সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ)

গবেষণাপত্র লেখা ও প্রকাশ বিষয়ক সর্বশেষ সিরিজটি পরিচালনা করেছেন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. শেখ মেহেদী হাসান, (সহযোগী অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং পরিচালক, গবেষণা এবং সম্প্রসারণ কেন্দ্র)। উক্ত কর্মশালায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

সনদ প্রদান অনুষ্ঠানে কর্মশালাটির ‘বেস্ট পার্টিসিপেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছেন আসনুমা রহমান, রাজ দেবনাথ ও জয়ন্ত দাস; ‘বেস্ট ভলান্টিয়ার’ হিসেবে মনোনীত হয়েছেন এবিএম রোকনুজ্জামান, আহমাদ আবদুল্লাহ ও শাহনাজ পারভিন এবং ‘বেস্ট অর্গানাইজার” হিসেবে স্বীকৃতি লাভ করেছেন লায়ভা হক, মোঃ আরাফাত হোসেন, মুন্নী চৌধুরী ও সুরাইয়া আক্তার এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে ‘মুন ফটোগ্রাফি’ শুভেচ্ছা স্মারক লাভ করে।

অনুষ্ঠানটির শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মোঃ আবু ইরফান, সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি সুমন শেখ, সঞ্চালনা করেছেন যুগ্ম সম্পাদক লায়ভা হক ও তরুণ গবেষক আহমাদ আবদুল্লাহ এবং ছবি তোলার দায়িত্বে ছিলেন তরুণ গবেষক ও মুন ফটোগ্রাফির পরিচালক কামরুল হাসান সজিব। উক্ত অনুষ্ঠানটির আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন আঁরশিলতার অংশীদার জনাব শাহীনুর রহমান।

প্রসঙ্গত, নজরুল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বাংলাদেশের প্রতিটি গবেষণা সংসদের সঙ্গে একই নেটওয়ার্কিংয়ে তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করতে কাজ করে চলেছে। মূলত ২০২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠার পর থেকে যে কয়েকটি গবেষণা সংসদ অন্য বিশ্ববিদ্যালয়ে আলো ছড়াচ্ছে ও তরুণদের সহযোগিতা নজরুল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ তার মধ্যে অন্যতম একটি।

Scroll to Top