প্রাণের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে..
১। সকাল ৯.৩০টায় সংগঠনের আলাদা ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় র্যালিতে অংশগ্রহণ (মলচত্বর)
২। র্যালি শেষে টিএসসিতে বৃক্ষরোপণ কর্মসূচি
৩। ‘১০০ বছরের দারপ্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়- আমাদের করুণীয়’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান (নিজেদের মধ্যেই হবে)
এবং সবশেষে
৪। রিফ্রেশমেন্ট….
গবেষণা সংসদের নতুন, পুরাতন সকল সদস্যকে সকাল ৯টার মধ্যে টিএসসিতে উপস্থিত থাকার জন্য বলা হলো। আমরা টিএসসি থেকে একসাথে মলচত্বরের র্যালিতে অংশ গ্রহণ করবো।
প্রাণের বিদ্যাপীঠের এই আয়োজন কেউ মিস করবেন না আশা করি.. দেখা হবে সবার সঙ্গে…