ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। একটি সুন্দরতম উন্নত পৃথিবী বিনির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু। লক্ষ্যপানে সিঁড়ি ভেঙে গড়িয়েছে একটি বছর। আমাদের পূর্বপরিকল্পনানুযায়ী কর্মযজ্ঞের দ্বিতীয় বর্ষের দোরগড়ায় দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছি গবেষণাসমৃদ্ধ ষান্মাসিক ম্যাগাজিন ‘বিনির্মাণ’ প্রকাশের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকণামনস্ক শিক্ষার্থীদের তথ্যপূর্ণ, বাস্তবায়নযোগ্য, সুচিন্তিত লেখা নিয়েই সাজানো হবে- ’বিনির্মাণ’।
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ১৮টি টিমের বিষয়বস্তুই হবে আমাদের লেখার বিষয়বস্তু। টিমভুক্ত প্রতিটি সদস্যই স্ববিষয়ভুক্ত লেখা জমা দিতে পারবেন। একই বিষয়ে একাধিক লেখা, একাধিক বিষয়ে একই লেখা; প্রভৃতি সামগ্রিক বিষয়াদি প্রাথমিকভাবে টিম সমন্বয়ক সমন্বয় করবেন এবং গবেষণা সংসদের প্রকাশনা সম্পাদকের নিকট জমা দিবেন। লেখার মান, নির্ভরযোগ্যতা, বানান সতর্কতা; প্রভৃতি মানদণ্ডের বিচারে উত্তীর্ণ লেখাই শুধু প্রকাশিত হবে। প্রত্যেকটি লেখার শেষে তথ্যসূত্র উল্লেখ আবশ্যক। প্রতিটি বিভাগে এক/একাধিক স্কলারের লেখা থাকবে। লেখার ভাষা বাংলা। কেউ ইংরেজিতে লিখতে চাইলে তাও সম্ভব। তবে আমরা বাংলাপ্রধান প্রকাশনার ব্যাপারে আত্মপ্রতিশ্রুতিবদ্ধ। বাংলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘গবেষণার মানসম্মত আন্তর্জাতিক ভাষা’ হিসেবে প্রতিষ্ঠিত করা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের অন্যতম প্রধান লক্ষ্য।
লেখার শব্দসংখ্যা: অনুর্ধ্ব-১৬শ লেখা জমা দেয়ার শেষ তারিখ: ২০ মে, ২০১৮
বিষয়সমূহ:
১. শিক্ষা-গবেষণা
২. শিল্প-সাহিত্য-সংস্কৃতি
৩. বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
৪. সমাজ-অর্থনীতি
৫. সভ্যতা-ইতিহাস
৬. আইন-রাজনীতি
৭. ধর্ম-দর্শন-মানবতা
৮. বিশ্ব-পরিবেশ
৯. স্বাস্থ্য-চিকিৎসা
১০. নারী-উন্নয়ন
১১. যোগাযোগ-গণমাধ্যম
১২. ব্যবসা-বাণিজ্য
১৩. ভ্রমণ-অন্বেষণ
প্রিয় গবেষকবন্ধুরা, বিষয় নির্বাচন করে শুরু করে দিন আপনার লেখা।
ধন্যবাদান্তে
প্রকাশনা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ
ফোন: ০১৭৩৭১৪৯১২৬
ইমেইল : duresearch16@gmail.com
website: dursbd.org