তরুণ নেতৃত্ব বিকাশে পাবলিক স্পিকিংয়ের গুরুত্ব বিষয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হলো ইয়ুথ স্পিক: প্রেজেন্টেশন স্কিলস ফর চেঞ্জ মেকার্স’ শীর্ষক কর্মশালা।
বুধবার সিরাজুল ইসলাম লেকচার হলে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং। কর্মশালাটি দুপুর ২টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কর্মশালায় পাবলিক স্পিকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যথা- নিউজ প্রেজেন্টেশন এবং পাবলিক ইভেন্টে উপস্থাপনা কৌশল, জাতীয় এবং আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপনের কৌশল, অফিস কিংবা করপোরেট প্রতিষ্ঠানে নিজেকে উপস্থাপনের কৌশল, সাংগঠনিক ব্যবহার কৌশল এবং বাংলাদেশের তরুণ নেতৃত্ব বিকাশে পাবলিক স্পিকিংয়ের গুরুত্ব বিষয়ে আলোচনা হয়।
প্রায় ২শ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালায় বক্তব্য রাখেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং, যুক্তরাষ্ট্রের সহ প্রতিষ্ঠাতা শাকিল মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজাউল ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ড. মোহাম্মদ মনজুরুল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তরুণ শিক্ষক ড. আব্দুস সামাদ, এনটিভির সিনিয়র সংবাদ উপস্থাপক রাইসুল হক চৌধুরী এবং গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর কান্ট্রি ডিরেক্টর সাইয়েদুল নাকিব।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক এবং সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমুখ। কর্মশালাটি উপস্থাপনা করেন গবেষণা সংসদের প্রকাশনা সম্পাদক, শিল্পী-আবৃত্তিকার কবীর হোসাইন।
প্রসঙ্গত, গ্লোবাল সেন্টার ফর ইনোভোশন এন্ড লার্নিং, যুক্তরাষ্ট্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রথম বারের মতো যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এধরনের প্রোগ্রাম নিয়মিত আয়োজনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর সহ প্রতিষ্ঠাতা শাকিল মালিক।
তিনি বলেন, বাংলাদেশে তারুণ্যের স্বর্ণযুগ চলছে। এই বিশাল তারুণ্যকে দক্ষ করে গড়ে তুলতে এধরনের পাবলিক স্পিকিংয়ের ওপর নিয়মিত কর্মশালা আয়োজন করা অত্যন্ত গুরুরত্বপূর্ণ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সঙ্গে কিছুদিন পরপর এধরনের আয়োজন করবো। এতে তরুণরা নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। নেতৃত্ব বিকশিত হবে।
ছবি: Shariad Islam